মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কৃষি পণ্য সম্প্রসারণে প্রবাসীদের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
দুবাইয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষিপণ্য মধ্যপ্রাচ্যে বাজারজাতকারী প্রবাসী ব্যবসায়ীরা। এ সময় উঠে আসে বাংলাদেশের কৃষিপণ্যের মধ্যপ্রাচ্যে ব্যাপক চাহিদার বিষয়টি।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আগে আমাদের জমিতে ৮-৯ মণের বেশি ধান হতো না। এখন বিঘাপ্রতি ৩০ থেকে ৩৩ মণ পর্যন্ত ধানের ফলন হচ্ছে। এই প্রাপ্তির পেছনে তরুণ বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য।
মন্ত্রী আরও বলেন, আমাদের দেশ এখন দানাদার খাদ্যপণ্য অর্থাৎ ধান-গম জাতীয় খাবারে স্বয়ংসম্পন্ন।
মতবিনিময়কালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আমিরাতের সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ না থাকায় ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে পর্যাপ্ত কৃষিপণ্য আমদানি করতে পারছেন না বলে উল্লেখ করেন।
অপরদিকে পানিপথে সহজে যোগাযোগ থাকায় বাংলাদেশিদের পছন্দের সবজিগুলো পাকিস্তান উৎপাদন করে মধ্যপ্রাচ্যে সরবরাহ করছে বলেও জানান তারা।
এ সময় ব্যবসায়ীরা অচিরেই মধ্যপ্রাচ্যের সাথে সরাসরি শিপমেন্টের ব্যবস্থা করতে কৃষিমন্ত্রী কে অনুরোধ জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন। অনুষ্ঠানে মন্ত্রী কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকার কথা প্রবাসীদের সামনে তুলে ধরেন।