আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদপুর-১ এর সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা বানোয়াট ওভূয়া অপপ্রচারকারী পৌর বিএনপির সদস্য সচিব খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫ টায় হাসপাতাল রোড়ে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আঃ মান্নান মিয়া(আব্বাস) এর সভাপতিত্বে বিএনপির সদস্য সচিব মোঃ নুরুজ্জামান খসরু লিখিত বক্তব্যে বলেন,(গত ২২ মে) বুধবার বিকাল ৪টা ২০ মিনিটের সময় উপজেলা বিএনপি’র কার্যালয়ে কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জিলা বিএনপির অন্যতম সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির। সভা পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আরব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল হক রিপন, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম যুগ্ম আহ্বায়ক,ইসরাফিল মোল্লা যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মোল্লা, পৌর কৃষক দলের আহবায়ক শওকত হোসেন শান্ত।
অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছু বিএনপি’র সমর্থক সবা স্থলে প্রবেশ করে এবং কিছু সময় পরে তারা আবার বাহিরে চলে যান। উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ বিপুল মিয়া অফিসের বাহিরে গেলে নামধারী নির্মাণ শ্রমিক পিয়ার আলী আরিফুল সহ অনেকে বিএনপির নেতা খুশবুর রহমান খোকন(সদস্য সচিব) এর লোকজন বলে পরিচিত। এরা কিছু সময় পর বিএনপি’র অফিসের মেন গেটের সামনে হকিস্টিক,লোহার রড,বাসের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে । এ সময় বিএনপির সদস্য সচিব মোঃ নুরুজ্জামান খসরু বাইরের লোকজনদের কথা শুনে নেতার সাথে কথা বলেন। পরবর্তীতে অবস্থা খারাপ দেখলে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনা স্থল থেকে ৪/৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাদের জিম্মায় মুছলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে নেন।
উক্ত সংবাদ সম্মেলনে আহ্বায়ক বিষয়টি বিবেচনার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন এবং দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপি’র সভাপতি /সাধারণ সম্পাদকের নিকট পৌর বিএনপি’র সদস্য সচিব খুশবুর রহমান খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।