কুয়েতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দীন (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ২২ জুলাই কুয়েত সিটিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের মামাতো ভাই মাহফুজুর রহমান জানান, মাঈনুদ্দীন কুয়েতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। দেশটির একটি কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্লিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন মাঈনুদ্দীন।
জানা গেছে, বহু বছর ধরে তিনি কুয়েতে বসবাস করছিলেন। সাত ভাইয়ের মধ্যে তিনি ৪ নম্বর। তার তিন ছেলের মাঝে বড় ছেলেও কুয়েতে আছেন।
স্বজনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।