প্রবাসী জনসংখ্যা তথা বিদেশি শ্রমিক কমানোর জন্য একটি আইনের খসড়া প্রস্তাব জমা দিয়েছেন দেশটির কয়েকজন এমপি। বুধবার দেশটির স্থানীয় ইংরেজি পত্রিকা আরব টাইম এ তথ্য প্রকাশ করে।
এমপি বদের আল-মোল্লা বলেন, কিছু বিদেশী নাগরিকের সংখ্যা এমন যে, কুয়েতের সুরক্ষা ঝুঁকির মুখে এবং জাতীয় নিরাপত্তা ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, প্রস্তাবটি এমন একটি আইন প্রতিষ্ঠা করবে, যা কুয়েতের জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত সব বিদেশী নাগরিকের সর্বোচ্চ শতাংশ নির্দিষ্ট করে দেবে।
খসড়া আইনটিতে ১৫% ভারতীয়, ফিলিপিনো এবং শ্রীলংকা, ১০% মিশরীয়, নেপালি, বাংলাদেশি এবং ৫% ভিয়েতনামিজ এবং ৩% অন্যান্য সম্প্রদায়কে কমিয়ে এনে কুয়েতে ভারসাম্য আনার কথা বলা হয়েছে।
যদি কোনো সম্প্রদায়ের জনসংখ্যা, কুয়েতি নাগরিকের সংখ্যার বেশি হয়, সে ক্ষেত্রে তাদের কাজ করতে নিষিদ্ধ করা হবে।
ওই এমপি আরও বলেন, আইনটি লঙ্ঘনকারী স্পনসরদের এবং সহায়তাকারী সরকারি কর্মকর্তাদেরও অপরাধী হিসেবে গণ্য করা হবে।