কুয়েতে বাংলাদেশে দূতাবাসের নিযুক্ত পাঁচ কর্মীর করোনায় আক্রান্ত হওয়ায় বন্ধ করা হয়েছে সব ধরণের কার্যক্রম। রোববার (১৬ নভেম্বর) দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে ১৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দূতাবাসের সকল ধরণের কার্যক্রম।
বিবৃতি বলা হয়েছে, দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ের চারজন এবং সোনালী ব্যাংকের একজন প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আবারো পাসপোর্ট সেবা চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। অন্যান্য সেবাসমূহ ও জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Drop your comments: