মহামারি করোনার কারণে বন্ধ রয়েছে কুয়েতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ।
কবে নাগাদ প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট আবার চালু হবে সে বিষয়ে চলতি সপ্তাহে দেশটির সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমাদ নাসের আল-মোহাম্মেদ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান। ড. মোমেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দু’দিনের সফরে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।
Drop your comments: