করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফ্লাইট বন্ধ রাখার পর পুনরায় ১২টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানিয়েছে।
কুয়েতের মন্ত্রিসভা সোমবার জানিয়েছিল, তারা ১ জুলাই থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেবে।
কিছু কিছু দেশে সরাসরি ফ্লাইট স্থগিত ও পুনরায় চালুর সিদ্ধান্ত কুয়েত স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত অন্যান্য বাণিজ্যিক সংস্থার নির্দেশের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্পের উপমহাপরিচালক সাদ আল-ওতাইবি।
তবে, কুয়েতে অনুমোদিত করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজ না নেওয়া নাগরিকদের দেশের বাইরে ভ্রমণ করতে দেওয়া হবে না।
এর আগে, গত ১৬ জুন কুয়েত জানিয়েছিল আগামী ১ আগস্ট থেকে করোনার টিকা নেওয়া বিদেশিদের সেদেশে প্রবেশের অনুমতি দেবে।
উপসাগরীয় দেশটি গত ফেব্রুয়ারিতে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে।
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা কিছু বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।