লাবিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কুয়াকাটা মহাসড়কের উমেদপুররে ২৯ টি ড্রাম ভর্তি একটি ট্রাক এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে আনুমানিক ৩,১৯,০০০/- পিস গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করে।
আজ মঙ্গল ৩১/০৫/ ২০২২ তারিখ রাত ১০,০৫ ঘটিকার সময় গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার প্রবীর কুমার রায় নের্তৃত্বে বিসিজি স্টেশান নিজামপুর কর্তৃক এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অদ্য অভিযানে উক্ত এলাকার একটি ট্রাক এবং একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশি করে আনুমানিক ৩,১৯,০০০/- (২৯ ড্রাম) পিস গলদা চিংড়ির রেণু পোনা আটক করা হয়। এছাড়া এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ট্রাকভর্তি এই রেনুপোনা হাজিপুর থেকে বাগেরহাটের ফকির হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত রেনু পোনা পরবর্তীতে মেরিন ফিশারি অফিসার মোঃ আশিক এর উপস্থিতিতে আন্ধারমানিক নদী তে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার প্রবীর কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন-শৃঙ্খলা, অবৈধ মৎস্য রেণু পোনা অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জন-নিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ ও প্রানিজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।