কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি। ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। বুধবার রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাড়ির মালিক মজনু মিয়া বলেন, আগুনে পুড়ে একটি বসতঘরসহ ১টি ফ্রিজ, টিভি ,সেলাই মেশিন, ও ঘরের আসবাবপত্র সহ প্রায় ২লাখ ৫০ হাজার টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে। চিলমারী ফয়ার সার্ভিস বিভাগের ইনচার্জ খোবরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এ বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আঁশেক আকাঁ বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।