কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরোও অবনতি হয়েছে। জেলার প্রধান প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার(১২ জুলাই) সকালে ধরলা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১০সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, দুধকুমার, গংগাধরেরও পানি বৃদ্ধিপেয়েছে।
দ্বিতীয় দফা বন্যায় ইতিমধ্যে নিম্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারের অধিক মানুষ। এসব এলাকায় শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও গো- খাদ্যের সংকট দেখা দিয়েছ।
Drop your comments: