কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পাটখেত জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে। সুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরজ্জামান কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে বানের পানিতে পাট জাগদিতে নামেন। এরপর হটাৎ অসুস্থবোধ করলে হাতের ইশারায় তিনি তীরে দাড়ানো মানুষের সহযোগীতা চেয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দল দুপুরে বিলের মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করে।
Drop your comments: