কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ক্যাবল নেটওয়ার্ক কর্মীদের খাদ্য সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
রোববার(১০ মে) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে ক্যাবল নেটওয়ার্ক কর্মীদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ময়দা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান প্যাকেজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মোঃ মেনহাজুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আইন শৃংখলা রক্ষা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করা,সচেতনামূলক কর্মকান্ড সহ জেলার অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।
Drop your comments: