কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে অজ্ঞাত পরিচয়ে একটি শিশু পুত্রকে পাওয়া গেছে।শিশুটি তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না।
স্থানীয়রা জানায়,বুধবার(৬ মে) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামে সাড়ে ৩বছরের একটি শিশু পুত্রকে ঘুরতে দেখতে পায় এলাকাবাসী।এতে স্থানীয়দের সন্দেহ হলে শিশুটিকে জিজ্ঞাসা করা হলে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে নাই।পরে ওই গ্রামের মৃত আইয়ুব আলীর বাড়ীতে শিশুটিকে রাখা হয়।
শিশুটির গায়ের রং উজ্বল শ্যামা, লম্বা ২ফুট, গায়ে লাল চেকের বৈশাখী শার্ট। শিশুটির পরিচয় কারো জানা থাকলে মোবাইল নম্বর-০১৭২৩৩৯৩৮৩০ অথবা ০১৭১৯০২৬৭০০ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Drop your comments: