কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সাথে অভিমান করে মনিষা আক্তার মনি(১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কাজল ডাঙ্গা গ্রামে।নিহত ছাত্রী ওই এলাকার মোখলেছুর রহমানের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ীতে কেউ না থাকায় নিজ ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সে।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
Drop your comments: