কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই মটরসাইকেল আরোহী। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আকিব (২১)। সে কুষ্টিয়া ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ও খাজানগর আদর্শ পাড়া শরিফুল ইসলামের ছেলে। এছাড়া নিহত হয় মেটন এলাকার সজুব উদ্দিন (২৯)। সে কেয়াম মেটালে কর্মরত।
স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে আকিব তার মটরসাইকেলে দুজসহ আরো দুটি মটরসাইকেলে বন্ধুরা মিলে কুষ্টিয়া থেকে খাজানগর আসছিল। এ সময় কুমারগাড়া পৌছালে কেয়ার মেটাল থেকে কাজ শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরা সবুজের বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে তারা। পরে বন্ধুরাসহ স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আকিব ও সবুজকে মৃত ঘোষণা করেন। মটরসাইকেল আরোহী আরো দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।