সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পশ্চিম লাহিনীপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ বোতল ফেনসিডিল, যাহার আনুমানিক মূল্য- ৩,০০০/- (তিন হাজার) টাকা, মোবাইল ফোন-১ টি, সিম-১ টিসহ মোঃ মিলন হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
Drop your comments: