![InShot_20220217_124954574](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220217_124954574-scaled.jpg)
সুজন কুমার কর্মকার,কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এবার পুকুরে পড়েছে এক ড্রাম ট্রাক। এতে একজন নিহত হয়েছে।
জানাগেছে, কুষ্টিয়া ভেড়ামারা সড়কের মির্জা নগর করিম কলেজের সামনে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ড্রাম ট্রাক উল্টে পুকুরে পড়ে। এতে ট্রাকের মালিক শ্রী চেল্লা পালের ছেলে শ্রী মহন পাল (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
Drop your comments: