মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় র্যাব অভিযান চালিয়ে অ্যালকোহল বিক্রেতাকে করেছে।
শহরের নাজির মোড়ে অভিযান চালিয়ে আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে তাকে আটক করা হয়।আটককৃত রিপন (২৭) কুষ্টিয়া শহরের নাজির মোড়ে বাসা ভাড়া থাকেন।
র্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে তিন দিন আগে ক্রেতা সেজে রিপনের সঙ্গে যোগাযোগ করে র্যাব। এর পর রাতে তার বাসায় অভিযান চালানো হয়। জব্দ করা হয় অ্যালকোহল ভর্তি ৫৯৬টি ডায়লিউশন ড্রপ।
তিনি আরও জানান, এসব হোমিও ওষুধের সিসিতে ৯০ ভাগ অ্যালকোহল ছিল। যারা বেশি দামের কারণে মাদক নিতে পারেন না তাদের টার্গেট করে এসব তৈরি করা হয়েছে।
সহজে ওষুধের দোকানে রেখে বিক্রি করার উদ্দেশ্যে এগুলো ডায়লিউশন ড্রপে রাখা হয়েছে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘মাদক বিক্রির কথা স্বীকার করেছেন রিপন। ঢাকার মাতুয়াইল ও যাত্রাবাড়ীতে এর কারখানা আছে বলেও তথ্য দিয়েছে সে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হবে।’