তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আইন-শৃঙ্খলা রক্ষার্থে শুক্রবার (১ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় থানা পুলিশের একটি দল কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের আমতৈল বাজার থেকে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মোবাশ্বির আলী ওরফে মবশ্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডাকাত মোবাশ্বির আলী কুলাউড়া থানার জিআর ২৬১/১৬ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় চলমান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সাথে ফোনালাপে যোগাযোগ করলে তিনি ডাকাত গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মবশ্বির ডাকাতকে গ্রেফতার করেছে। তাকে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।