তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুছ ছালেক।
বুধবার (১৫ জুন) কুলাউড়া থানার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ওসি আব্দুছ ছালেক মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিপূর্বে তিনি দীর্ঘ তিন বছরের অধিক সময় সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন।
করোনা মহামারিতে নিরলসভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ঘরে রেখে নিজে মাঠে থেকে দায়িত্ব পালন ও মহামারিতে ক্ষুধার্তদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সাহসিকতার সাথে নিজ উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার কয়েক হাজার মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ওসি। যিনি নিজেও রাতের আধারে দিনের আলোয় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।