তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে তাজুদ (৬০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় শরীফপুরের সঞ্জরপুর এলাকা থেকে জিআর ২২৮/৯৪ (কুলাউড়া) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুদকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (২৮ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।