তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় মতিলাল হোটেলের সামনে অপেক্ষমান অবস্থায় মাদক কারবারি সাগর রিকমনকে আটক করেন। এসময় সাগর রিকমনের সাথে থাকা ২ কেজি গাজাঁ উদ্ধার করে জব্দ করে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে আটকৃত সাগর রিকমন উপজেলার বরমচাল চা বাগানের দুলন রিকমন এর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক বলেন, গাজাঁসহ আটককৃত মাদক কারবারি সাগর রিকমনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মধ্যে দিয়ে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে পরক্ষনে মৌলভীবাজার আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।