প্রশ্ন: কুরবানির সঙ্গে কি আকিকা দেওয়া যাবে? যদি দেওয়া যায়, তাহলে ছেলের জন্য কয় ভাগ ও মেয়ের জন্য কয় ভাগ দিতে হবে?
উত্তর : ইসলামিক ফিকাহবিদরা বলেছেন, কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। কারণ কুরবানির উদ্দেশ্য হচ্ছে, ইবাদত পালন করা ও আল্লাহর নৈকট্য অর্জন করা। আকিকারও উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর শোকরিয়া আদায় করে ইবাদত পালন করা ও নৈকট্য অর্জন করা। হাদিস শরিফে এসেছে-ছেলের জন্য ২টি ছাগল ও মেয়ের জন্য ১টি ছাগল আকিকা দেওয়া উত্তম। ছেলের জন্য ১টি ছাগল দিলেও চলবে।
আল্লাহর রাসূল (সা.) হজরত হাসান (রা.)-এর জন্য একটি ও হোসাইন (রা.)-এর জন্য একটি ছাগল দ্বারা আকিকা আদায় করেছেন। কুরবানির সঙ্গে আকিকা করলে মেয়ের জন্য এক ভাগ ও ছেলের জন্য দুই ভাগ দেওয়া উত্তম। যদি কোনো সমস্যা থাকে তাহলে ছেলের জন্য এক ভাগ দিলেও চলবে।
তথ্যসূত্র : আবু দাউদ শরিফ, হাদিস নং-২৮৩৬ ও ২৮৪১, বায়হাকি শরিফ, হাদিস নং-১৯২৮৩, ফতোয়ায়ে আলমগিরি, খ–৫, পৃষ্ঠা-৩০৪, বাদায়েউস সানায়ে, খ–৪, পৃষ্ঠা-২০৯, কিতাবুল ফাতাওয়া, খ–৪, পৃষ্ঠা-১৬৮-১৮২।
_মুফতি ইমরানুল বারী সিরাজী