লাবিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালাল মাঝি (৩৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে একটি কোরাল মাছ। মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম এবং এটি নিলামে ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসা হয়, এবং সেখানে স্থানীয় ব্যবসায়ী খলিল খান এই মাছটি নিলামে কিনে নেন। খলিল খান জানান, মাছটি সংগ্রহের পরপরই তার মধ্যে একটি বিশেষ আকর্ষণ ছিল, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় এটি বিক্রি করা হয়। এদিকে, এই মাছটির সন্ধান পাওয়া জালাল মাঝি বলেন, আমি কখনো এত বড় মাছ দেখিনি। খুব ভালো লেগেছে যখন আমি জানলাম যে, এই মাছটি বিক্রি হবে।তিনি আরো বলেন, মাছের এই ধরনে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হলো। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ আরও ধরা পড়বে বলে আাশা রাখি।