মঈন নাসের খাঁন, কুমিল্লা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় গরীব দু:স্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি।
দিবসটি উপলক্ষে শোক দিবসে বিকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি এর ব্যবস্থাপনায় সীমন্তবর্তী শতাধিক গরীব,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হয়। চৌদ্দগ্রামের বালুঝুরি এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৭৩০ জন মানুষকে বিনামূল্যে জরুরী চিকিসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করে বিজিবি সদস্যরা।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লে,কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম,পিএসসি,সিগন্যাল ।
এর আগে কুমিল্লা বিজিবি সেক্টর ও ইউনিট পর্যায়ে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধু’র দেয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনও কর্মের ওপরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, এএফডব্লিউসি, পিএসসি । বক্তব্য রাখেন-১০বিজিবি অধিনায়ক, সহ কুমিল্লা স্টেশনে উপস্থিত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সেক্টর সদর মসজিদে কোরআন খতমসহ বিওপি সমূহের মসজিদে যোহর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা৷
এদিকে সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা কোটবাড়ি বিজিবি বিওপিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় । সেই সাথে বিজিবির সকল সদস্যরা কালো ব্যাজ পরিধান করে|