প্রধানমন্ত্রীর কাছে মিনতি করে কুমিল্লা নামেই বিভাগের দাবি জানালেন আমিরাতের কুমিল্লা প্রবাসীরা।
কুমিল্লাবাসীর সংগঠন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমিরাতে সফররত কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারকে দেওয়া সংবর্ধনায় বক্তারা এই মিনতি জানান।
বক্তারা বলেন, কুমিল্লায় শুধু খন্দকার মোস্তাকের জন্ম নয়, কুমিল্লায় অসংখ্য গুণীর জন্ম। কুমিল্লায় অসংখ্য মুক্তিযোদ্ধা রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর বাহাউদ্দীন বাহারসহ অসংখ্য নেতাকর্মীর জন্ম কুমিল্লায়। তাই প্রধানমন্ত্রীর কাছে আবারও মিনতি করছি, কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হোক। কুমিল্লাকে আমরা বিভাগ হিসেবে দেখতে চাই। এভাবেই সমবেত কণ্ঠে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লার প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রবাসীদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানান সংবর্ধিত অতিথি এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় তিনি কুমিল্লার উন্নয়নে প্রবাসীদের ভুমিকার প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহবুবু আলম মানিক সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কাউছারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রধান উপদেষ্টা এম এ বাশার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সিআইপি, উপদেষ্টা শাহ মাকসুদ প্রমুখ।