ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মহাসড়কের বেলতলীতে নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সদর দক্ষিণ উপজেলার কিসমত গ্রামের সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদিন ও দুর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন মারা যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।