কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে উপজেলার কালিয়াচৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমাই উপজেলা করতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২), স্ত্রী পারুল বেগম (৩৮), মেয়ে জান্নাত (০১) ও শাশুড়ি গোলাফ নেহার (৫৫) দাগনভূঁইয়া উপজেলার বিলাসখাড় এলাকার মৃত শামসুল হকের স্ত্রী।
লাকসাম হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ যুগান্তরকে জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৮৪) উপজেলার কালিয়াচৌর এলাকায় হাইওয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নোয়াখালীগামী ওই অটোরিকশাকে (কুমিল্লা-থ ১১-৫৬৯৩) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাই-শাশুড়ির মৃত্যু হয়।
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।