কুমিল্লা প্রতিনিধি: “আমরা নতুন ধারা সৃষ্টি করবো” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও ঋন কার্যক্রমের কুমিল্লা সুয়াগাজী ব্রাঞ্চের অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে অফিসে আনুষ্ঠানিক ভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়।
সুয়াগাজী ব্রাঞ্চের ম্যানেজার আবুল হোসেন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ছাদেকুল ইসলাম প্রামানিক সহকারী পরিচালক বিজ প্রধান কার্যালয়, জনাব মো: আফসার আলী সিনিয়র জোনাল ম্যানেজার বিজ কুমিল্লা, জনাব মো : আনোয়ার হোসেন ব্যাবস্থাপক যমুনা ব্যাংক লি., মোসাম্মদ রোকেয়া বেগম সংরক্ষিত মহিলা সদস্য, মো: নেয়ামুতউল্লা বিশিষ্ট সমাজ সেবক, রেজাউল হক প্রামানিক সাব জোনাল ম্যানেজার বিজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সদস্য হাসিনা বেগম কে ২ লক্ষ টাকা ঋণ বিতরণের মাধ্যমে ব্রাঞ্চের শুভ সূচনা করেন উদ্বোধনের প্রধান অতিথি সদর দক্ষিণ উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই বাবলু।