কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বড় পুকুরপাড় এলাকায় থার্টি ফার্স্ট নাইটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় (২০) চর্থা বড় পুকুর পাড় এলাকার চা দোকানি বাচ্চু মিয়ার ছেলে।
নিহত হৃদয়ের বড় ভাই রাব্বি ও বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করতো। কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় মনিরসহ কয়েকজন যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় কাউন্সিলরসহ বিষয়টি মীমাংসা করা হয়। গতকাল রাত দেড়টায় হৃদয় ও তার বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিল। এ সময় হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সানজুর মোর্শেদ জানান, জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি।