![InShot_20230227_150129339](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/02/InShot_20230227_150129339.jpg)
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় পড়েছে প্রবাসী পরিবার নিয়ে ফেরা একটি প্রাইভেটকার। এতে জাহানারা আক্তার নামে একজন প্রবাসী কিশোরী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. মিজানুর রহমান ।
তিনি জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে গতকাল (রোববার) রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে রওনা দেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হন৷
তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মিজানুর রহমান বলেন, মরদেহটি থানায় আছে। প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাকচালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।