কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে উপজেলা সদর বাজারে এ ঘটনা শুরু হয়।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Drop your comments: