কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ বাবুলকে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুরে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে কুড়িগ্রাম জেলা উলিপুর থানা পুলিশের একটি টিম গত (১৪ ফেব্রুয়ারি) রাত্রি আনুমানিক ১০.৫০ ঘটিকার সময় উলিপুর থানার নামাজেরচর তদন্ত কেন্দ্রের একটি টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী থানার চর বোয়ালমারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)’কে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box
Share: