রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ফুলবাড়ী থানা নাওডাঙ্গা বাজারে ৩৩ বোতল ইস্কাফ এবং পলিথিন দ্বারা মোড়ানো ১১০ পিস ইয়াবা উদ্ধারসহ কিশামত শিমুলবাড়ী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জয়মুদ্দিন (৫৩)’কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের একটি টিম গত রাত ২৫ ডিসেম্বর ভোর ০৪. টার সময় ফুলবাড়ী থানাধীন ০১নং নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ধানের গোডাউনের ভিতর তল্লাশি করে গোডাউন ঘরের ভিতরে থাকা ধানের বস্তার নিচে লুকানো অবস্থায় ৩৩ বোতল ইস্কাফ এবং পলিথিন দ্বারা মোড়ানো ১১০ পিস ইয়াবা উদ্ধারসহ কিশামত শিমুলবাড়ী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জয়মুদ্দিন (৫৩)’কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ।