কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিল,গাঁজা ও ইয়াবাসহ ৪জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে,বুধবার রাতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে কাশিপুর সরকারটারি এলাকায় ৫০বোতল ফেন্সিডিলসহ ধনঞ্জয়কে আটক করে।
অপরদিকে একই রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দেওয়ানের খামার গ্রামের কলেজ রোড থেকে ২০পিস ইয়াবাসহ সোহরাব আলীর পুত্র মাদক ব্যবসায়ী আঃ সালাম (৩৫)কে আটক করে।সে দীর্ঘদিন থেকে রিক্সায় করে ইয়াবা বিক্রি করে আসছিল।
এবং নাগেশ্বরীতে ১৬কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান,জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।মাদক ব্যবসায়ীরা যেই হোক,তাদের ছাড় নয়।করোনা মোকাবিলা সহ জেলায় মাদক নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ।