কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০বোতল ফেনসিডিল সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল দিবাগত মধ্যরাতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশে নাগেশ্বরী উপজেলার বখশী খামার এলাকার বল্লভপুর গ্রামের আঃ খালেকের বাড়ীতে অভিযান চালিয়ে আঃ খালেকের পুত্র মোঃ আমজাদ হোসেন (৩৫) ও তার স্ত্রী মোছাঃ রোজিনা বেগম(২৯) পলিথিনে ফেনসিডিল ঘর থেকে বের করে পাশের আবর্জনার স্তুপে গর্ত করে রাখার সময় পুলিশ তাদের হাতে নাতে আটক করে। স্থানীয়রা জানায়, এই দম্পত্তি বেশকিছু দিন থেকে গোপনে মাদকসেবীদের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিলো।
সোমবার(১৫ জুন) দুপুরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রওশন কবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।