কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি’র মামলার আসামী মোঃ মুকুল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মুকুল মিয়া উপজেলার নওদাবস গ্রামের শাহ আলমের পুত্র।
জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খরিবাড়ি এলাকা থেকে আসামী মুকুল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ব্যাপারে বৃহস্পতিবার(১১ জুন) বিকেলে থানার ওসি (তদন্ত) মোঃ নবিউল হাসান জানান,আটক আসামী মুকুল মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,গত ২০এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন’র নেতৃত্বে পরিচালিত অভিযানে বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের মুদি দোকান মুকুলের গোডাউন থেকে ২০ বস্তা চিনি,৮বস্তা ছোলা ও অপর দোকানি একরামুলের দোকান থেকে আরো ৮বস্তা ছোলা উদ্ধার করেন।পরে অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।