কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে প্রক্সি দিতে গিয়ে এক তরুণ আটক হন। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গেরডাবরীহাট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক প্রক্সি পরীক্ষার্থী সুমন রহমান (১৮) উপজেলার হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মো. ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তাকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, সুমনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অ্যাক্টে মামলা করা হয়েছে। বিকালে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।