কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ২’শ বিঘা ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
জানা গেছে,রাজিবপুর উপজেলার মদনের চর ,মুন্সিপাড়া,করাতী পাড়া এলাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় ২শ’ বিঘা ক্ষেতের ধান পানিতে তলিয়ে গেছে।দ্রুত পানি কমে না গেলে ফসল মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এতে দুঃচিন্তা ও চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।বিষয়টি নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,হঠাৎ বন্যায় কৃষকদের বেশ ক্ষতি হয়েছে।
Drop your comments: