ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল আলম ফকির ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে গাজীপুরের গাছা থানার ছয়দানা হাজিরপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ ছাত্রলীগনেতা ফয়সালের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ওই কিশোরী ফুটবলারকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ফয়সাল। গত শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টায় তাকে শহীদ স্মৃতি কলেজে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ফয়সাল। এ কথা কাউকে জানালে ওই কিশোরীকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার ওই কিশোরী নিজেই বাদী হয়ে নান্দাইল থানায় মামলা করে। ভুক্তভোগী কিশোরী ফুটবলার অনূর্ধ্ব-১৭ বিভাগীয় দলের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তার ফয়সালের বাড়ি নান্দাইল পৌরসভার পাঁচপাড়া মহল্লায়।