পটুয়াখালীতে প্রেমের নামে প্রতারণা করে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামিদুর নুর রানা (২৩) নামে একজনকে গ্রেফতার করে দুমকি থানায় সোপর্দ করেছে র্যাব। সোমবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার কার্তিক পাসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
গ্রেফতার হামিদুর নুর রানা উপজেলার কার্তিক পাশা গ্রামের রাজ্জাক সিকদার ছেলে।
র্যাব জানায়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে অভিযুক্ত রানা ওই কিশোরীকে বিয়ের আশ্বাসে একাধিক বার ধর্ষণ করে এবং ধর্ষণের ছবি মোবাইলে গোপনে ধারণ করে। সে আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের টাকা দাবি করে। এরপর ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত হামিদুর নুর রানাকে আটক করে।
র্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা কোম্পানি অধিনায়ক মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হামিদুর নুর রানা ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেছে। এ ব্যাপারে র্যাব সহযোগিতায় ভিকটিম বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেছে।