পবিত্র ঈদ উল আযহা ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী ক্রীড়া প্রতিষ্ঠান কিংস অব কুশিয়ারা বাদেপাশা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
গতকাল সোমবার (২২ জুলাই) ক্লাবের অধিনায়ক আহমেদ রুবেল ও কোষাধ্যক্ষ জুয়েল আরিফের পরিচালনায় উপস্থিত ছিলেন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ, ক্লাবের উপদেষ্টা পরিষদ সহ সভাপতি, আব্দুল কাইয়ূম বিলু, উপদেষ্টা আব্দুর রব, মুরব্বি আব্দুল জলিল, সামাদুজ্জামান, শিব্বির আহমেদ ও তুহিন আহমেদ, রাকিব আহমেদ,জাকের আহমেদ,কামরুল ইসলাম,রায়হান আহমদ,ইমন আহমদ ও ফটো গ্রাফি নাসির হোসাইন প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দীন রাহমানী।
ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ পৌঁছে দেয় ক্লাবের সদস্যরা। তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবেন বলেও জানান।
মূলত ক্লাবের আর্থিক যোগানদাতার ক্লাবের সাবেক খেলোয়াড় ও ম্যানেজমেন্ট।