কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কটগামী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিলকৃত ফ্লাইট সমুহের যাত্রোীদের ফ্লাইট পুণরায় চালু হলে আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্ধ করা হবে।
বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দাকার সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
Drop your comments: