গোপালগঞ্জ সদর উপজেলায় কারাগার থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইসমাইল। এবার এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.১৭ গ্রেডে পাস করেছেন তিনি।
গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে ইসমাইল গোপালগঞ্জ কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.১৭ গ্রেডে পাস করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, এসএসসিতে ইসমাইল মেধাতালিকায় বৃত্তি পেয়েছিলেন। পরে ইসমাইল গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে
এইচএসসিতে ভর্তি হন। গত ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ইসমাইল কারাগারে ছিলেন। কারাগারে থেকেই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরিবারের দাবি, ইসমাইল কারাগারে না থাকলে সে পরীক্ষায় আরও অনেক ভালো করত। বিএনসিসিতেও সুনাম রয়েছে তার।
উল্লেখ্য, গত ৩ মে ইসমাইলকে সাইবার নিরাপত্তা সিকিউরিটি আইনের একটি মামলায় কারাগারে যেতে হয়। পরে ৮ নভেম্বর কারাগার থেকে মুক্ত হন।