অনলাইন ডেস্কঃ কারাগারে করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২১ জনই কারারক্ষী ও একজন বন্দি রয়েছে। আক্রান্তদের তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সংস্পর্শে এসেছেন বা করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন আরও ৬৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কারা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, আক্রান্তরা সবাই ঢাকা জেলের। এদের মধ্যে বিনাশ্রমে সাজাপ্রাপ্ত একজন বন্দি ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে হাসপাতালে ডিউটিতে থাকা কারারক্ষীরা আক্রান্ত হয়েছেন। কারাবন্দি আক্রান্ত ব্যক্তি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২১ জন কারারক্ষীর মধ্যে ২ জন জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে, ১০ জন মিরপুর ম্যাটার্নিটিতে এবং অপর ৯ জন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এছাড়া কোয়ারেন্টিনে আছেন ৬৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৩৬ জন কারারক্ষী, ১৭ বন্দি; সিলেট বিভাগের একজন কারারক্ষী ও একজন হিসাবরক্ষক; বরিশাল বিভাগের একজন কারারক্ষী এবং চট্টগ্রাম বিভাগের তিন জন কারারক্ষী ও ৯ জন বন্দি রয়েছেন।
অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর থেকেই কারাগারের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হাসপাতালে ডিউটি করতে গিয়ে আমাদের কারারক্ষী ও একজন বন্দি আক্রান্ত হয়েছেন। কারারক্ষীরা ঢাকা মেডিক্যাল, বিএসএমএমইউ, বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন মেডিক্যালে ডিউটিতে ছিলেন। আক্রান্ত সবাইকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।