আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন ও সমাপনী এবং পুরস্কার বিতরণী করা হয়।
অনুষ্ঠানে গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী করতে নিয়ে আসা খামারিরা জানান তাদের যে টাকা দেয়া হয়েছে সেটা দিয়ে পশু গুলো নিয়ে আসা নিয়ে যাওয়া সম্ভব না। এছাড়াও অনেক খামারিকে কোন টাকা পয়সা দেওয়া হয়নি ।
উপজেলার হুসাইফা ডেইরি ফার্মের মালিক ইয়াকুব জানান, এখানে আসার জন্য ৫ শত টাকা দিয়েছে সেটা দিয়ে গরু নিয়ে আসা এবং নিয়ে যাওয়া কঠিন। তবে সারাদিন এখানে থাকলাম তার কোনো পারিশ্রমিক দেয় নাই। এছাড়াও উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারদের বাড়িতে নিয়ে গেলে ৫ শ ১ হাজার করে টাকা দিতে হয়।
জামতৈলের ভেড়া খামারি রহমত আলী জানান, আমাকে কোন টাকা পয়সা দেয় নাই সারাদিন এখানে বসে আছি। ভেড়াগুলোর কোন সমস্যা হলে বাড়িতে ডাক্তারদের ডাকলে তারা চিকিৎসাসেবা দেয় কিন্তু তাদেরকে ৫ শত বা ১ হাজার টাকা দিতে হয়। অফিসে গেলে কোন টাকা নেয় না তবে তারা কোন ওষুধ দেয় না শুধু লিখে দেয়।
মুরগি প্রদর্শনী করতে নিয়ে আসা চর টেংরাইল গ্রামের মুরগি খামারি ফোরহাদুল আলম নান্টু জানান, মুরগি গুলো অফিস থেকেই দিয়েছে আমি শুধু এখানে দেখাশোনা করছি। আমাকে কোন টাকা-পয়সা দেওয়া হয় নাই। এছাড়াও পাখি প্রদর্শনী করতে নিয়ে আসা উপজেলার কোনাবাড়ী গ্রামের ফারুক জানান, পাখিগুলো নিয়ে আসতে বলেছে আমাকে তাই নিয়ে আসছি তবে কোন টাকা পয়সা দেয় নাই। পাখি গুলোকে খাবার ও দেয়নি।
এবিষয়ে অনুষ্ঠানে আসা সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদারকে এই বিষয় গুলো জানতে চাইলে তিনি রেগে গিয়ে প্রতিবেদ কে বলেন আপনার বাড়ী কোথায় এ ভাবে সাংবাদিকতা করতে পারবেন না। সব কিছু পজিটিভ ভাবেন।