আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে হায়দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অবিভাবক সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে । “পরিবার শিশুর প্রথম বিদ্যালয়, মা শিশুর প্রথম শিক্ষক” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে দশটায় হায়দারপুর সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে স্কুল কমিটির সহ-সভাপতি গাজী সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রানী সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পানি উন্নয়ন কর্মকর্তা আলী কাইয়ুম হায়দার বাবলু, সমাজ সেবক এম আশরাফ সরকার, প্রধান শিক্ষিকা রেহানা ফেরদৌসী সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ অবিভাবকগন প্রমূখ উপস্থিত ছিলেন।