আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ”নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
পরে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন রায়দৌলতপুর, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব ফরিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ চৌকিদার অঞ্জনা খাতুন নির্বাচিত হওয়ায় তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ফরহাদ হোসেন চৌধুরী সহ জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবুল হোসেন, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ ও সচিবগন উপস্থিত ছিলেন।