আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ ইকবাল হাসান শুভ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বরধুল উওর পাড়া এলাকার পারিবারিক রাস্তার উপরে এ ঘটনা ঘটে।
আহত ইকবাল হাসান কামারখন্দ উপজেলার বরধুল উওর পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি ঔষধ কোম্পানিতে চাকরি করেন।
ইকবাল হাসান জানিয়েছেন, ঢাকা থেকে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ১১ টার দিকে কড্ডার মোড়ে নামেন সেখান থেকে সিএনজি যোগে বাড়ির দিকে আসেন। সিএনজি থেকে সিরাজগঞ্জ মহাসড়কের মোফিজ মোড়ে নামেন সেখান থেকে বাড়ির দিকে পায়ে হেটে রওনা করেন বাড়ির কাছাকাছি আসলে উৎপেতে থাকা এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় বাড়িতে ফিরলে তাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। অভিযোগও পাইনি।