![InShot_20220406_220318735](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220406_220318735-scaled.jpg)
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মসজিদের ইমামদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মিনি অডোটরিয়ামে সিরাজগঞ্জ- ২ (কামারখন্দ – সিরাজগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষ থেকে নির্বাচনী এলাকার সকল খতিব-ইমাম মাঝে সিরাজগঞ্জ ইমাম সমিতির সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইমামদের রমজানের উপহার সামগ্রীর মধ্যে ছিল, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি, লাচ্ছা ও চিকন সেমাই ২ প্যাকেট, পোলাও চাউল ২ কেজি, চিনি ২ কেজি, মুসুর ডাউল ২ কেজি, সয়াবিন তেল ২ কেজি, লবন ১ কেজি এবং মাহে রমাদানের ক্যালেন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার।
এসময় আলহাজ্ব মাওলানা আবু মুছার সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও উপহার সামগ্রী বিতরণের সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ২ (কামারখন্দ – সিরাজগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম সহ প্রমুখ।